ঢাকা, শুক্রবার   ০৯ মে ২০২৫

দেশে চলছে নৈরাজ্য, জনমনে তৈরী হয়েছে বিভ্রান্তি এমন অভিযোগ করেন নোমান

প্রকাশিত : ১৪:১১, ৫ আগস্ট ২০১৬ | আপডেট: ১৪:১১, ৫ আগস্ট ২০১৬

Ekushey Television Ltd.

জঙ্গি ও সন্ত্রাসবাদ দমনের নামে দেশে এক ধরনের নৈরাজ্য চলছে; জনমনে তৈরী হয়েছে বিভ্রান্তি- এমন অভিযোগ করেছেন বিএনপি ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান। জাতীয় প্রেসক্লাবে ছাত্রদল আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে তিনি বলেন, প্রকৃত জঙ্গিদের ধরতে ব্যর্থ হচ্ছে সরকার। সন্ত্রাসবাদ দমনে ঐক্য গড়ে তোলার পাশাপাশি সরকারের অন্যায় প্রতিরোধেও ঐক্যবদ্ধ আন্দোলন করবে বিএনপি- এমন কথাও জানান নোমান। রামপালে বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়ন হলে দেশ মরুভূমিতে পরিণত হবে বলে, এ সময় আশংকা প্রকাশ করেন তিনি।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি