ঢাকা, বুধবার   ৩০ এপ্রিল ২০২৫

দ্বিতীয় ধাপে আগামীকাল ৬৪৩ ইউপির ভোটের জন্য সব প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন

প্রকাশিত : ১৯:২১, ৩০ মার্চ ২০১৬ | আপডেট: ১৯:৪৪, ৩০ মার্চ ২০১৬

Ekushey Television Ltd.

দ্বিতীয় ধাপে আগামীকাল ৬৪৩ ইউনিয়ন পরিষদে ভোটের জন্য সব প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন। এরইমধ্যে ভোটকেন্দ্রগুলোতে পৌছে গেছে ব্যালট বাক্স ও ব্যালট পেপারসহ নির্বাচনী সামগ্রী। এদিকে নির্বাচন সুষ্টুভাবে সম্পন্ন করতে আইনের মধ্যে থেকে আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ ব্যবস্থা নেয়ার নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন। উৎসব মুখর পরিবেশ আর কড়া নিরাপত্তার মধ্যেদিয়ে নির্বাচনী এলাকার উপজেলা অফিস থেকে ই্উনিয়ন পরিষদে পাঠানো হয় নির্বাচনী সরঞ্জাম। আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় ভোটকেন্দ্রগুলোতে পাঠানো  হয়েছে স্বচ্ছ ব্যালট বাক্স, ব্যালট পেপারসহ সব সামগ্রী। ২য় দফার এই নির্বাচনে ৬৪৩ টি ইউনিয়ন পরিষদে মোট ভোটার  ১কোটি ১২ লাখ ১২হাজার ৩৩৪ জন। ভোট কেন্দ্র ৬ হাজার ২শ ০৫টি। চেয়ারম্যান পদে আওয়ামী লীগ ও বিএনপিসহ দলীয় প্রার্থী রয়েছেন ১৫শ ৫৯ জন। দ্বিতীয় ধাপের নির্বাচন সুষ্ঠু হবে আশাবাদ ব্যাক্ত করে নির্বাচন কমিশনার শাহনেওয়াজ জানিয়েছেন, নির্বাচনের স্বার্থে আইনের আওতায় মধ্যে সর্বোচ্চ ব্যবস্থা নেবে নিরাপত্তা বাহিনী। এদকে প্রথমধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে সাতক্ষীরায় ভোট কারচুপি ও অনিয়ম নিয়ে পুলিশ সুপার  চৌধুরী মঞ্জুরল কবীরসহ ৬ ওসিকে বুধবার তলব করে শুনানী করে ইসি। পরে কমিশনার শাহনেওয়াজ বলেন, ভবিষ্যতে এই ধরনের ঘটনা  যাতে আর না ঘটে সে বিষয়ে সতর্ক করা হয়েছে। তবে এই বিষয়ে এসপি চৌধুরী মঞ্জুরুল কবীর কিছু  বলতে  রাজি হননি।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি