ঢাকা, বুধবার   ৩০ এপ্রিল ২০২৫

দ্বিতীয় ধাপে শুরু হয়েছে ইউনিয়ন পরিষদ ভোট গ্রহণ

প্রকাশিত : ০৯:৩৬, ৩১ মার্চ ২০১৬ | আপডেট: ০৯:৩৬, ৩১ মার্চ ২০১৬

Ekushey Television Ltd.

Electionদ্বিতীয় ধাপে শুরু হয়েছে দেশের ৬৩৯ ইউনিয়ন পরিষদে ভোট গ্রহণ। ব্যপক নিরাপত্তা ও শান্তিপুর্ণ পরিবেশে গাজীপুরের কালিগঞ্জ উপজেলার ৭টি ইউনিয়নে নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। দ্বিতীয় দফায় ময়মনসিংহের তারাকান্দা ও গৌরীপুর উপজেলার ২০ ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। চুয়াডাঙ্গায় সকাল থেকেই ভোট কেন্দ্রে আসতে শুরু করে ভোটাররা। উৎসবমুখর পরিবেশে ঝিনাইদহের মহেশপুর উপজেলায় ভোট গ্রহন শুরু হয়। ১২টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫০ জন ও সদস্য পদে ৪৮২ জন প্রার্থী লড়ছেন। মৌলভীবাজারের দুটি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। অর্ধশতাধিক ঝুকি পূর্ণ ভোট কেন্দ্রে বাড়ানো হচ্ছে নিরাপত্তা। ২য় দফার এই নির্বাচনে ৬৩৯টি ইউনিয়ন পরিষদে মোট ভোটার ১কোটি ১২ লাখ ১২হাজার ৩৩৪ জন। ভোট কেন্দ্র আছে ৬ হাজার ২শ ০৫টি।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি