ঢাকা, বৃহস্পতিবার   ১৬ অক্টোবর ২০২৫

ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে খুবির দুই শিক্ষার্থী বহিষ্কার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৩৫, ১৫ অক্টোবর ২০২৫

Ekushey Television Ltd.

ধর্মীয় অনুভূতিতে আঘাত ও অব্যাহতভাবে কটাক্ষমূলক মন্তব্য করায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের দুই শিক্ষার্থীকে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বুধবার (১৫ অক্টোবর) বিশ্ববিদ্যালয় প্রশাসন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বহিষ্কৃতদের মধ্যে একজনকে আজীবন ও অন্যজনকে দুই বছরের জন্য বহিষ্কার করা হয়েছে। শিক্ষার্থীদের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে তাদের বিরুদ্ধে এ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ে ছাত্রবিষয়ক পরিচালক অধ্যাপক নাজমুস সাদাত জানান, গত ৯ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা বোর্ডের সভায় অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের বহিষ্কারের সিদ্ধান্ত হয়। বিষয়টি বুধবার চিঠি দিয়ে তাদের জানানো হয়েছে।

এমআর// 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি