ঢাকা, শনিবার   ১০ মে ২০২৫

নওগাঁয় ছেলের হাতে বাবা খুন, ব্রাহ্মণবাড়িয়ায় গৃহবধূর মৃতদেহ উদ্ধার

প্রকাশিত : ১৯:১৩, ২৫ নভেম্বর ২০১৬ | আপডেট: ১৯:১৩, ২৫ নভেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

নওগাঁ সদর উপজেলার সিমুলিয়া গ্রামের সরদার পাড়ায় বাবাকে কুপিয়ে খুন করেছে ছেলে। ব্রাহ্মণবাড়িয়ায় উদ্ধার করা হয়েছে এক গৃহবধূর মৃতদেহ। পুলিশ জানায়, পারিবারিক দ্বন্দ্বের জের ধরে আশরাফুল ইসলাম তার বাবাকে কুপিয়ে হত্যা করে। এঘটনায় আহত আশরাফুলকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যায় সে। এ ব্যাপারে থানায় মামলা করা হয়েছে। এদিকে ব্রাহ্মণবাড়িয়া শহরের কলেজ পাড়া থেকে সানজিদা খানম নামে এক গৃহবধূর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে বাড়ির কেয়ারটেকার ছাদে মৃতদেহ দেখতে পেয়ে স্বজনদের খবর দেয়। পরে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি