ঢাকা, সোমবার   ১২ মে ২০২৫

নওগাঁয় ট্রাক-ভ্যান সংঘর্ষে নিহত ২

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৩৮, ২২ জুন ২০১৮

Ekushey Television Ltd.

নওগাঁর সাপাহার উপজেলায় সড়ক দুর্ঘটনায় দুই আম ব্যবসায়ী নিহত হয়েছেন। শুক্রবার সকালে সাপাহারে গোডাউন পাড়ার মোড়ে এই দুর্ঘটনা ঘটে। সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামছুল আলম শাহ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার বিশ্বনাথপুর গ্রামের মাজেদ আলীর ছেলে সালাম (২৪) এবং ভোলা জেলার বড়চর সামাইয়া গ্রামের সিদ্দিকী বেপারীর ছেলে হিরো (৩০)।

ওসি শামছুল আলম শাহ  জানান, শুক্রবার সকালে নওগাঁ থেকে একটি ধান বোঝাই ট্রাক সাপাহার দিয়ে চাঁপাইনবাবগঞ্জ যাচ্ছিল।  এসময় সাপাহার বাজার গোডাউন পাড়া মোড়ে আসলে একটি চার্জার ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে চার্জার ভ্যানে থাকা দুই আম ব্যবসায়ী ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় ট্রাকের চালককে আটক করা না গেলেও ট্রাকটি জব্দ করা হয়েছে বলে জানান ওসি।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি