ঢাকা, মঙ্গলবার   ১৫ জুলাই ২০২৫

নওগাঁয় ডাকাতের ছুরিকাঘাতে নিহত ১

প্রকাশিত : ১৩:৫২, ৮ জানুয়ারি ২০১৯ | আপডেট: ১৫:৩৩, ৩০ জানুয়ারি ২০১৯

Ekushey Television Ltd.

নওগাঁর রাণীনগর উপজেলায় ডাকাতের ছুরিকাঘাতে মোফাজ্জল হোসেন (৫০) নামে একজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন একই পরিবারের পাঁচজন। আহতদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার ভোর রাতে উপজেলার কালিগ্রাম ইউনিয়নের আমগ্রাম গ্রামের মুজিবর রহমান আকন্দের বাড়িতে এ ঘটনা ঘটে। রাণীনগর থানার ওসি সিদ্দিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোরে একদল ডাকাত ডাকাতির উদ্দেশে মুজিবর রহমান আকন্দের বাড়িতে প্রবেশ করে। এ সময় ডাকাতদের উপস্থিতি টের পেয়ে পরিবারের সদস্যরা চিৎকার করে ও বাধা দিলে ডাকাত দলের সদস্যরা পরিবারের সদস্যদেরকে এলোপাতারি ছুরিকাঘাত করতে থাকে। পরে নগদ টাকা, স্বর্ণালংকারসহ প্রায় ১৫ লাখ টাকার মালামাল লুট করেছে ডাকাত দল।

ওসি সিদ্দিকুর রহমান জানান, সকালে ঘটনা পর নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপার লিমন রায়সহ পুলিশের উর্দ্ধতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আর লুন্ঠিত মালামাল উদ্ধার ও ডাকাতদের গ্রেফতার করতে মাঠে তারা কাজ করছেন বলে জানান ওসি।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি