ঢাকা, বৃহস্পতিবার   ০৯ অক্টোবর ২০২৫

নতুন কুঁড়ি-২০২৫ প্রতিযোগিতার ‘ইয়েস কার্ড’ পেল অর্পিতা হালদার

বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত : ১১:৪৮, ৯ অক্টোবর ২০২৫

Ekushey Television Ltd.

বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)’র নতুন কুঁড়ি প্রতিযোগিতায় ‘ইয়েস কার্ড’ পেয়েছে বেনাপোলের অপির্তা হালদার। সাধারণ নৃত্য প্রতিযোগিতায় সে অংশ নিয়েছিল। দীর্ঘ ১৯ বছর পর শিশু-কিশোরদের প্রতিভা অন্বেষণের জনপ্রিয় অনুষ্ঠান ‘নতুন কুঁড়ি’ আবারও শুরু হয়েছে।

যশোর শিল্পকলা একাডেমিতে সম্প্রতি নতুন কুঁড়ি প্রতিযোগিতার প্রথম পর্ব অনুষ্ঠিত হয়। এ প্রতিযোগিতায় ‘ইয়েস কার্ড’ পায় যশোরের বেনাপোল মরিয়ম মেমোরিয়াল বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী অর্পিতা হালদার। 

অর্পিতা হালদারের পিতা আশীষ কুমার হালদার (রাহুল) বেনাপোলের একটি সিএন্ডএফ প্রতিষ্ঠানে চাকরি করেন। মা মমতা সরকার যশোর আদালতের আইনজীবী। তাদের একমাত্র কন্যা অর্পিতা হালদার। 
বেনাপোল পৌরসভার ৩নং ওয়ার্ড বলফিল্ড এলাকায় বসবাস করেন তারা। অর্পিতার ইচ্ছা একজন ভাল নাচের শিল্পী হওয়া।

নতুন কুঁড়ি সাধারণ নৃত্য প্রতিযোগীতায় সে ‘ইয়েস কার্ড’ অর্জন করে। খুলনা-২ (যশোর, ঝিনাইদাহ, মাগুরা ও নড়াইল) অঞ্চল থেকে সে প্রতিযোগিতায় অংশ নেয়। তার ক্রমিক নাম্বার ৮২৩ এবং রেজিস্ট্রেশন নাম্বার ১১৩৯৭০।

এবারের প্রতিযোগিতার মূল পর্ব ছিল দেশাত্মবোধক গান, আধুনিক গান, নজরুল সংগীত, রবীন্দ্র সংগীত, আবৃতি, লোক সংগীত, অভিনয়, কৌতুক, সাধারণ নৃত্য, উচ্চাঙ্গ নৃত্য, গল্প বলা, নতুন কুঁড়ির আসর।

বেনাপোল মরিয়ম মেমোরিয়াল বালিকা বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মো. হবিবর রহমান হবি এবং শিক্ষক-শিক্ষিকাগণ অর্পিতা হালদারের সাফল্যে আনন্দিত এবং গর্বিত। তারা এক শুভেচ্ছা বার্তায় অর্পিতা হালদারের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

প্রসঙ্গত, মোস্তফা মনোয়ারের প্রযোজনায় ১৯৭৬ সালে বিটিভিতে শুরু হয় রিয়েলিটি শো নতুন কুঁড়ি। এরপর ২০০৬ সাল পর্যন্ত এ অনুষ্ঠানের সম্প্রচার চলে। এক সময় এই অনুষ্ঠানের তুমুল জনপ্রিয়তা ছিল। গান, নাচ, অভিনয়, আবৃত্তি ও অন্যান্য শিল্পকলা প্রদর্শনের মাধ্যমে প্রজন্মের পর প্রজন্ম ধরে তরুণ প্রতিভা খুঁজে বের করেছে এ অনুষ্ঠান। 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি