ঢাকা, শনিবার   ০৫ জুলাই ২০২৫

নতুন ছবি থেকে বাদ পড়লেন ক্যাটরিনা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৪৮, ১ আগস্ট ২০১৭ | আপডেট: ২০:০৭, ২ আগস্ট ২০১৭

Ekushey Television Ltd.

শিরোনামটি  পড়ে  ঘাবড়ে যেতে পারেন যে কেউ। আবার অবাকও হতে পারেন। কী এমন হলো বলিউড সুপারস্টার ক্যাটরিনা কাইফের! হ্যাঁ, কিছু  একটা তো হয়েছে। বাদ পড়েছেন ক্যাট। সম্প্রতি  মুক্তি পাওয়া ‘জজ্ঞা জাসুস’ ছবির সিক্যুয়াল থেকে। গুঞ্জনটা বেশ কদিন আগের । কাটরিনা থাকছেন না এই ছবিতে রণবীর কাপুরের জুটি হয়ে।

 

ছবির নির্মাতা অনুরাগ বসু এমনটাই জানিয়েছেন গণমাধ্যমকে। তিনি বলেন, নতুন এই ছবিতে  ক্যাটরিনা থাকছেন না। তার বদলে নতুন কাউকে নেয়ার কথা ভাবছি। তবে একটি সূত্রে জানা গেছে, ক্যাটরিনা-রণবীরের বিচ্ছেদের ফলে দুজনের মধ্যে পেশাগত বোঝাপড়াটা না থাকায় পরিচালক নতুন নায়িকা নেয়ার কথা ভাবছেন। 

 

কারণ গত বছর যখন দুজনের প্রেমের সম্পর্ক বিচ্ছেদ হয়, ছবিটির শুটিংয়ের শেষ দিকে  রণবীর ও ক্যাটরিনা ক্যামেরার সামনে দাঁড়াতে অনেকটা অস্বস্তি বোধ করেছেন। এ নিয়ে নির্মাতাকেও  বুঝতে বাকি ছিল না । বারবার শুটিং প্যাক-আপ করতেও হয়েছে। নিছক এসব সমস্যা থেকে বেরিয়ে আসতেই ক্যাটরিনাকে  ‘জজ্ঞা জাসুস টু’  থেকে বাদ দেয়া হয়েছে। এদিকে  বলিউডের আরেকটি সূত্রের দাবি, এটি পরিচালকের সিদ্ধান্ত নয়। ক্যাটরিনাকে বাদ দেয়ার পেছনে রণবীরের আগ্রহই বেশি ছিল। কারণ সাবেক প্রেমিকাকে নিয়ে একফ্রেমে বন্দি হতে চান না বলেই ক্যাটকে বাদ দিতে বলেছেন।   

/ কে আই/এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি