ঢাকা, রবিবার   ২০ জুলাই ২০২৫

নতুন নতুন প্রকল্পে এডিবি সহযোগিতা করবে: অর্থমন্ত্রী

প্রকাশিত : ১৯:১৪, ৫ ফেব্রুয়ারি ২০১৯ | আপডেট: ১৯:১৯, ৫ ফেব্রুয়ারি ২০১৯

Ekushey Television Ltd.

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) বাংলাদেশের অন্যতম উন্নয়ন সহযোগী সংস্থা। এডিবি দীর্ঘদিন ধরে নানা প্রকল্পে সহযোগিতা করছে। সামনে আরও নতুন নতুন প্রকল্প ও নতুন এলাকায় এডিবি সহযোগিতা করবে। রাজধানীর শেরে-বাংলা নগরের মন্ত্রীর নিজ দফতরে আজ মঙ্গলবার বিকেলে এডিবির কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশের সঙ্গে বৈঠক শেষে তিনি এসব বলেন।

তিনি বলেন, এডিবির কান্ট্রি ডিরেক্টর এসেছেন আমার সঙ্গে দেখা করার জন্য। তারা আমাদের অন্যতম উন্নয়ন সহযোগী। তাদের সঙ্গে আমাদের সম্পর্ক খুব স্বাভাবিক। দিন দিন আমাদের সম্পর্ক অর্থনৈতিক দিকে আরো উন্নতি করছে।

তিনি বলেন, এডিবি চায় তাদের অর্থায়নে বাস্তবায়নাধীন উন্নয়ন প্রকল্পের সঠিক বাস্তাবায়ন। আমরাও প্রকল্প বাস্তবায়ন বাড়িয়ে দিয়েছি।

তিনি বলেন, আমরা আশা করি, নতুন সরকার আরম্ভ করেছে। এই সরকারের সময়ও তাদের সাহায্য, সহযোগিতা অব্যাহত থাকবে। যেসব প্রকল্পে আমরা তাদের সহযোগিতা পাচ্ছিলাম, এগুলো চলমান থাকবে। পাশাপাশি নতুন এলাকায়ও আমরা তাদের সহযোগিতা পাব। আমরা সেগুলো আলাপ করেছি বলেও জানা তিনি।

এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি