ঢাকা, শুক্রবার   ০২ মে ২০২৫

নদীর পানিতে ভেসে এল এক বস্তা টাকা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৩৮, ২৪ মার্চ ২০১৮

Ekushey Television Ltd.

সাতক্ষীরার কলারোয়া সীমান্তের সোনাই নদী থেকে এক বস্তা টাকা উদ্ধার করা হয়েছে। শনিবার বিকালে উপজেলার গাড়াখালী সীমান্তের মেইন পিলার ১৩ ও সাব পিলার ৩ এর কাছাকাছি নদী থেকে বস্তাটি উদ্ধার করা হয় বলে বিজিবির কাকডাঙ্গা কোম্পানি কমান্ডার সামছুল আলম জানান।

কাকডাঙ্গা বিজিবি ক্যাম্পের হাবিলদার রতন বলেন, বিজিবির টহল সদস্যরা সোনাই নদী থেকে ভাসমান বস্তাটি উদ্ধার করে। পলিথিনের ভেতরে মোড়ানো ৩৮ বান্ডল দুই টাকার নোট পাওয়া যায়।

নোটগুলো গণনা করে ৪৮ হাজার টাকা পাওয়া গেছে বলে জানান বিজিবির কোম্পানি কমান্ডার সামছুল আলম।

কেআই/টিকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি