ঢাকা, বৃহস্পতিবার   ০৩ জুলাই ২০২৫

নবাবগঞ্জে আগুনে আইপিএস কারখানা ভস্মীভূত

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) সংবাদদাতা

প্রকাশিত : ১৭:৩৭, ৭ ডিসেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

ঢাকার নবাবগঞ্জের বলমন্তচর এলাকায় আগুন লেগে ফ্রিজের স্ট্যাবিলাইজার ও আইপিএস তৈরীর একটি কারখানা পুড়ে গেছে। শুক্রবার (৬ ডিসেম্বর) দিবাগত রাত ২টার দিকে বারাক ইলেকট্রনিক্স কারখানায় আগুন লাগে। এতে প্রায় ১০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে জানিয়েছেন কারখানা মালিক মনিরুল ইসলাম অনু। 

প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার রাত ২টার দিকে অনুর আইপিএস তৈরীর কারখানায় আগুন লাগে। মুহূর্তে আগুন কারখানার চারিদিকে ছড়িয়ে পড়ে। 

স্থানীয়রা থানা পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে দোহার ফায়ার সার্ভিসের একটি টিম ও এলাকাবাসীর যৌথ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে কারখানার যন্ত্রপাতিসহ সব মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

কারখানার মালিক মনিরুল ইসলাম অনু শনিবার (৭ ডিসেম্বর) জানান, ‘অগ্নিকাণ্ডে তার কারখানার তৈরী স্ট্যাবিলাইজার, আইপিএস, কেবল ও মেশিনসহ সমস্ত মালামাল পুড়ে গেছে। এতে আমার ১০ লাখ টাকার লোকসান হয়েছে।’
 
দোহার ফায়ার সার্ভিস অগ্নি নির্বাপক কর্মকর্তা গোলজার হোসেন বলেন, ‘বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে।’

এআই/আরকে
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি