ঢাকা, সোমবার   ১৪ জুলাই ২০২৫

নবাবগঞ্জে বিনামূল্যে  প্রণোদনার  সার-বীজ পেলো ১৭৪ জন কৃষক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৪১, ৩০ অক্টোবর ২০১৮

Ekushey Television Ltd.

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের ২০১৮-১৯ প্রণোদনার আওতায় সরিষা ভুট্টা গম ও গ্রীস্মকালীন মুগডাল বিতরণ করা হয়েছে।  

মঙ্গলবার উপজেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে প্রণোদনার অধীনে এসব সার বীজ বিতরণ করা হয়।

এই উপলক্ষ্যে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মো. মশিউর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা আবু রেজা আসাদুজ্জামান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মল্লিকা কৃষকের মাঝে সরিষা, গম, ভুট্টা, মুগ ডাল বিটি বেগুন বিতরণ করা হয়।

এছাড়া প্রতিজন কৃষককে সরিষা ১ কেজি, গম ২০ কেজি, ভুট্টা ২ কেজি, বোরো ৫ কেজি, মুগ ডাল ৫ কেজি, বিটি বেগুন ২০ কেজি, সার পটাশ ১০ কেজি, ডিএপি ২০ কেজি বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মো. মশিউর রহমান।

কেআই/  এসএইচ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি