ঢাকা, শুক্রবার   ০৪ জুলাই ২০২৫

নবীনগরে সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্র নিহত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ১৭:১৪, ১৮ সেপ্টেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সড়ক দুর্ঘটনায় এক স্কুল ছাত্র নিহত হয়েছে। বুধবার দুপুরে উপজেলার নারায়নপুর উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। 
জানা যায়, নিহত তামিম (৬) নারায়ণপুর গ্রামের মধ্যপাড়ার শাহীন মিয়ার ছেলে ও নারায়ণপুর উত্তর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র। 
পুলিশ জানায়, তামিম স্কুলের সামনের রাস্তা পার হওয়ার সময় এক অটোরিকশা তাকে চাপা দেয়। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক  তাকে মৃত ঘোষণা করেন।
নবীনগর থানার পরিদর্শক (তদন্ত) রাজু আহমেদ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘নিহতের লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পরপরই অটোরিকশা চালক পালিয়ে গেছেন।’
এমএস/কেআই
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি