নরসিংদীতে সিসা তৈরির কারখানায় আগুন
প্রকাশিত : ১৭:৫২, ১২ অক্টোবর ২০২৫ | আপডেট: ১৭:৫৩, ১২ অক্টোবর ২০২৫

নরসিংদীর সদর উপজেলার পাঁচদোনা এলাকায় পুরনো ব্যাটারি থেকে সিসা তৈরির একটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (১২ অক্টোবর) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। অগ্নিকান্ডে সাত শ্রমিক দগ্ধ হয়েছেন বলে জানা যায়।
নরসিংদী সদর মডেল থানার ওসি মোহাম্মদ এমদাদুল হক এ তথ্য জানিয়েছেন।
আহতদের মধ্যে তিনজনের পরিচয় জানা গেছে। তারা হলেন- দক্ষিণ শীলমান্দি এলাকার কাদির মিয়ার ছেলে মোজাম্মেল হোসেন (১৯), সাদ্দাম মিয়ার ছেলে হোসেন আলী (২৪) ও সাদ্দাম হোসেনের ছেলে তাইজুল ইসলাম (২৫)।
স্থানীয়রা জানিয়েছে,দীর্ঘদিন ধরেই পাঁচদোনা এলাকায় নিয়ম-নীতির তোয়াক্কা না করে অবৈধভাবে ব্যাটারি কারখানা পরিচালনা করে আসছে চীনা একটি প্রতিষ্ঠান। কারখানাটিতে পুরাতন-ব্যাটারি পুড়িয়ে সিসা তৈরি করা হয়। রোববার সকালে কাজ করার সময় কারখানাটিতে আগুন লাগে। এতে সাত শ্রমিক দগ্ধ হয়ে গুরুতর আহত হয়।
আহতদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক চারজনকে প্রাথমিক চিকিৎসা দেয়। আশঙ্কাজনক অবস্থায় তিনজনকে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়।
নরসিংদী সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ফরিদা গুলশানারা কবির বলেন, সকালে পাঁচদোনা থেকে সাত জন অগ্নিদগ্ধ রোগীকে হাসপাতালে নিয়ে আসেন স্বজনরা। দুজনের শরীরের ৬০ ভাগ এবং এক জনের ৫০ ভাগ দগ্ধ হয়েছে। তাদের প্রাথমিক চিকিৎসা সেবা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় জাতীয় বার্ন অ্যন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।
আর বাকি চারজনকে সাধারণ চিকিৎসা দেয়া হয়েছে বলে জানান তিনি।
নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক বলেন, আগুনের খবর পেয়ে পুলিশ ও দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
এমআর//
আরও পড়ুন