ঢাকা, শনিবার   ০৫ জুলাই ২০২৫

নলডাঙ্গায় ট্রলি চাপায় হেলপার নিহত

নাটোর প্রতিনিধি 

প্রকাশিত : ১৮:৪২, ১০ জুলাই ২০২০

Ekushey Television Ltd.

নাটোরের নলডাঙ্গায় বাঁশ বোঝাই ট্রলির নিচে চাপা পড়ে মো. জনি (২০) নামে ওই  ট্রলির হেলপার নিহত হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার বিপ্রবেলঘড়িয়া ইউনিয়নের চকপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জনি উপজেলার সেনভাগ লক্ষ্মীকোল গ্রামের মজিবর রহমান ডলারের ছেলে।

নলডাঙ্গা থানার উপ-পরিদর্শক ( এসআই) মো.আক্কাস আলী এ তথ্য নিশ্চিত করে জানান, দুপুরের দিকে বাঁশ বোঝাই ট্রলিটি সেনভাগ লক্ষ্মীকোল গ্রাম থেকে নলডাঙ্গা উপজেলার মাধনগর গ্রামে যাচ্ছিল। পথে মদনহাট-বাসুদেবপুর গ্রামীন সড়কের চকপাড়া এলাকায় পৌঁছালে সড়কের মাঝে সৃষ্ট গর্তের কারণে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে।

এসময় বাঁশ বোঝাই ট্রলিটি সড়কের পাশেই উল্টে যায়। এতে ওই ট্রলির নিচে চাপা পড়ে জনি ঘটনাস্থলেই মারা যায়।
কেআই/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি