নাইক্ষ্যংছড়িতে আটক মিয়ানমার সেনাসদস্যকে হস্তান্তর আজ
প্রকাশিত : ০৮:৫৬, ৩ মার্চ ২০১৯ | আপডেট: ১৫:৪৩, ৩ মার্চ ২০১৯

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি থেকে আটক মিয়ানমার সেনাবাহিনীর এক সদস্যকে আজ রোববার সকালে মিয়ানমার কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করবে বাংলাদশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি।
কক্সবাজারে বিজিবি ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ বলেন, ‘নাইক্ষ্যংছড়ি উপজেলার ভাল্লুকখাইয়া সীমান্তের হাতিছড়া এলাকা থেকে গত ২৪ জানুয়ারি মিয়ানমারের ওই সেনাসদস্যকে আটক করা হয়। আটক সেনাসদস্যের নাম অং বো বো থিন। জিজ্ঞাসাবাদে ওই সেনাসদস্য জানিয়েছেন, তিনি মিয়ানমারের সেনাবাহিনীর এলআইবি-২৮৭ ব্যাটালিয়নের সদস্য।’
বিজিবির কক্সবাজার রিজিওনাল কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আইনুল মোর্শেদ খান পাঠান জানান, মিয়ানমারের সেনাসদস্য জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন সেনাবাহিনীর দায়িত্ব পালনে হতাশা থেকে তিনি বাংলাদেশে পালিয়ে এসেছেন। এ নিয়ে মিয়ানমার কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা হয়েছে। তাকে ফেরত পাঠানোর জন্য বিজিবির পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
অন্যদিকে ওই সেনাসদস্যকে গ্রহণ করার জন্য মিয়ানমার সেনাবাহিনী ও বিজিপি প্রস্তুতি নিয়েছে।
বিজিবি কর্মকর্তা জানান, আটক মিয়ানমার সেনাসদস্যকে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুমের তুমব্রু পয়েন্ট দিয়ে হস্তান্তর করা হবে। সকাল ১১টায় এই হস্তান্তর সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে।
এসএ/
আরও পড়ুন