ঢাকা, শনিবার   ২৪ জানুয়ারি ২০২৬

নাটোরে গরু মোটা তাজাকরণে ব্যস্ত খামারীরা (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:২১, ৮ আগস্ট ২০১৮ | আপডেট: ১৩:১৭, ৮ আগস্ট ২০১৮

Ekushey Television Ltd.

কোরবানীর ঈদকে সামনে রেখে নাটোরের খামারীরা ব্যস্ত সময় পার করছেন গরু মোটা তাজাকরণে। স্থানীয় প্রয়োজন মিটিয়ে এখানকার গরু দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হচ্ছে। ইতিমধ্যে বেঁচা কেনাও শুরু হয়েছে।
নাটোরের খামারীরা এবারের কোরবানীর ঈদের জন্য পালন করেছে প্রায় ৩ লাখ গরু। ঔষুধ, স্টেরওয়েড, ফিড বা রাসায়নিক খাদ্য পরিহার করে গরু মোটা তাজা করতে দেশীয়  সাধারণ খাবার খোল, ভূসি, কাঁচা ঘাস খাওয়ানো হয়েছে। তাই সারা দেশে এখানকার পশুর কদর বেশী। স্থানীয় চাহিদা মিটিয়ে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় যাচ্ছে এখানকার গরু।
জেলা প্রাণি সম্পদ বিভাগের এই কর্মকর্তা জানান, অবৈধ পন্থায় কেউ যাতে গরু মোটাতাজা করতে না পারে সে জন্য প্রতিটি খামারে নজরদারী রয়েছে।
সরকার ভারত থেকে গরু আমদানির ওপর নিয়ন্ত্রণ আরোপ করলে এবছর কিছুটা লাভের মুখ দেখবেন বলে প্রত্যাশা খামারীদের।

 

এসএ/এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি