ঢাকা, মঙ্গলবার   ১৬ সেপ্টেম্বর ২০২৫

নানা আয়োজনে হাবিপ্রবিতে ৭ মার্চ পালিত 

হাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত : ২২:০৩, ৭ মার্চ ২০২১

Ekushey Television Ltd.

দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় “ঐতিহাসিক ৭ মার্চ” উদযাপিত হয়েছে।

ঐতিহাসিক দিবসের কর্মসূচির অংশ হিসেবে রোববার সকাল ১০টায় কেন্দ্রীয় শহীদ মিনারে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর (রুটিন দায়িত্বপ্রাপ্ত) প্রফেসর ড. বিধান চন্দ্র হালদারের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা -কর্মচারী  হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাঁর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন।

ক্রমান্বয়ে পুষ্পমাল্য অর্পণ করেন শিক্ষক, কর্মকর্তা, বাংলাদেশ ছাত্রলীগ (হাবিপ্রবি শাখা), বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও কর্মচারীগণ। 

দিবসের অন্যান্য কর্মসূচির মধ্যে আকর্ষণীয় ব্যানার ফেস্টুনের মাধ্যমে ঐতিহাসিক ৭ মার্চকে উপস্থাপন করা হয় এবং বিকেল ৩টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র, ঢাকায় অনুষ্ঠিত ঐতিহাসিক ৭ মার্চের জাতীয় অনুষ্ঠান বিশ্ববিদ্যালয়ের টিএসসি’র সন্মুখে মুক্ত মঞ্চে প্রজেক্টরের মাধ্যমে প্রচার করা হয়।
কেআই// 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি