ঢাকা, শুক্রবার   ১৬ জানুয়ারি ২০২৬

নারায়ণগঞ্জে খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ২৩:২২, ১৫ জানুয়ারি ২০২৬

Ekushey Television Ltd.

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার মাহমুদপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপি ও এর অঙ্গসংগঠনের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদায়ী আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেলে মাহমুদপুর এলাকায় আয়োজিত এ দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী রাকিব। অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

দোয়া মাহফিল শেষে বক্তব্যে রাকিব বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এ দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষায় আজীবন সংগ্রাম করেছেন। তাঁর বিদায়ী আত্মার মাগফিরাত কামনায় তিনি সবার কাছে দোয়া প্রার্থনা করেন। একই সঙ্গে তিনি নারায়ণগঞ্জ-২ আসনের আড়াইহাজার উপজেলার বিএনপি মনোনীত প্রার্থী নজরুল ইসলাম আজাদের সঙ্গে একত্রিতভাবে কাজ করার জন্য দলীয় নেতাকর্মী ও সমর্থকদের প্রতি আহ্বান জানান।

তিনি আরও বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যেন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়—এটাই আমাদের প্রত্যাশা। জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত বিএনপি নেতারা বলেন, দেশনেত্রীর আদর্শকে ধারণ করে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে বিএনপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে মাঠে থাকবে।

অনুষ্ঠান শেষে বিশেষ মোনাজাতের মাধ্যমে বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি ও দেশের কল্যাণ কামনা করা হয়।

এমআর// 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি