ঢাকা, সোমবার   ২৯ সেপ্টেম্বর ২০২৫

নারায়ণগঞ্জে চাঁদাবাজির অভিযোগে গণপিটুনি, নিহত ১

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১৩:৫৭, ২৯ সেপ্টেম্বর ২০২৫

Ekushey Television Ltd.

নারায়ণগঞ্জের আড়াইহাজারে চাঁদাবাজির অভিযোগে সোহেল মেম্বার (৩৮) নামের এক ব্যক্তিকে গণপিটুনি দিয়ে হত্যা করেছে গ্রামবাসী। 

আজ সোমবার সকালে উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের বালিয়াপাড়া স্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সোহেল মেম্বার তিন সহযোগীকে নিয়ে এক বাড়িতে চাঁদা দাবি করলে গ্রামবাসী ক্ষুব্ধ হয়ে তাকে আটক করে বেঁধে মারধর করে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এসময় সহযোগীরা পালিয়ে যায়।

পুলিশ লাশ উদ্ধার করে ভিক্টোরিয়া হাসপাতাল মর্গে পাঠায়। আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার নাসির উদ্দীন জানান, চাঁদাবাজির অভিযোগকে কেন্দ্র করেই এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

উল্লেখ্য, নিহত সোহেল মেম্বারের বিরুদ্ধে সন্ত্রাস, মাদক, অপহরণ ও চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি