নারায়ণগঞ্জে টেপ দিয়ে মোড়ানো তরুণীর মরদেহ উদ্ধার
প্রকাশিত : ১০:২০, ১৫ অক্টোবর ২০২৫ | আপডেট: ১০:৪০, ১৫ অক্টোবর ২০২৫

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে রাস্তার পাশ থেকে টেপ দিয়ে মোড়ানো অবস্থায় ব্যাগে কামরুন নাহার নামে এক তরুণীর মরদেহ করেছে পুলিশ।
মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার কাইকাটেক সেতুর পাশের রাস্তার খাদ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
সে শরীয়তপুরের জাজিরা উপজেলার মাগুরা গ্রামের সাদেক আলীর মেয়ে ও মোগরাপাড়া চৌরাস্তায় কলাপাতা বার্গার নামে একটি রেস্তোরাঁয় ওয়েটার হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয়রা জানায়, রাস্তার পাশে ব্যাগভর্তি মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় তারা। পরে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ রাশেদুল হাসান খান জানান, ধারণা করা হচ্ছে দুবৃর্ত্তরা তরুণীকে হত্যা পর মরদেহ গুম করার উদ্দেশ্যে ব্যাগভর্তি করে এখানে ফেলে যায়।
তিনি আরও বলেন, 'মরদেহের অবস্থা দেখে ধারণা করা হচ্ছে, হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটেছে অন্তত তিন দিন আগে। মরদেহটি গুমের উদ্দেশ্যে হাত-পা বেঁধে পলিথিনে মুড়িয়ে স্কচ টেপ পেঁচিয়ে ট্রাভেল ব্যাগে ভরে নদীতে ফেলার চেষ্টা করা হয়েছিল। তবে ব্যাগটি পানিতে না পড়ে ঢালে আটকে থাকে।
হত্যার সাথে জড়িতদের সনাক্ত ও গ্রেফতারের জন্য পুলিশের একাধিক টিম কাজ করছে বলে জানান ওসি।
এএইচ
আরও পড়ুন