ঢাকা, সোমবার   ২২ সেপ্টেম্বর ২০২৫

নারায়ণগঞ্জে পরিত্যক্ত ৫ বস্তা এনআইডি কার্ড উদ্ধার

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১১:২১, ২২ সেপ্টেম্বর ২০২৫

Ekushey Television Ltd.

নারায়ণগঞ্জের ফতুল্লায় পরিত্যক্ত অবস্থায় পাঁচ বস্তা এনআইডি কার্ড, বিপুলসংখ্যক পোলিং অফিসারের কার্ড এবং সিল উদ্ধার করেছে পুলিশ।

রোববার সন্ধ্যায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ফতুল্লা স্টেডিয়াম এলাকা থেকে এসব উদ্ধার করা হয়। 

প্রত্যক্ষদর্শীরা জানান, একটি সাদা গাড়িতে করে কয়েকজন লোক এসে বস্তাগুলো ময়লার ভাগাড়ে ফেলে দ্রুত পালিয়ে যায়। প্রথমে ময়লার বস্তা ভেবে সন্দেহ না হলেও খুলে দেখা যায় এনআইডি কার্ড ও নির্বাচনী কর্মকর্তাদের সিলসহ গুরুত্বপূর্ণ সামগ্রী।

পরে স্থানীয়দের সহায়তায় পুলিশ ঘটনাস্থলে গিয়ে সেগুলো উদ্ধার করে।

এ বিষয়ে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী জানান, কার্ডগুলো উদ্ধার করা হয়েছে, বিস্তারিত তদন্তের পর জানানো হবে।

অতিরিক্ত নির্বাচন কমিশনার রাকিবুজ্জামান জানান, উদ্ধার হওয়া কার্ডগুলো গাজীপুর সদর এলাকার, নারায়ণগঞ্জের নয়। এগুলো পুরনো এনআইডি কার্ড এবং তদন্ত চলছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি