ঢাকা, বুধবার   ৩০ এপ্রিল ২০২৫

নারায়ণগঞ্জে বেগম ফজিলাতুন্নেসা পার্কের ঠিকাদার গ্রেফতার

প্রকাশিত : ১০:০১, ৩১ মার্চ ২০১৬ | আপডেট: ১০:০১, ৩১ মার্চ ২০১৬

Ekushey Television Ltd.

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নির্মাণাধীন বেগম ফজিলাতুন্নেসা পার্কের ঠিকাদার জাকির হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। তাকে ছাড়িয়ে নিতে নারায়ণগঞ্জ থানায় রাতে কয়েক ঘন্টা অবস্থান করেন সিটি মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভি। মেয়রের অভিযোগ, পার্কের কাজ বন্ধ করতে এমপি শামীম ওসমানের প্রভাবে ঐ ঠিকাদারকে গ্রেফতার করা হয়েছে। তবে পুলিশ জানিয়েছে, অবৈধভাবে রেলওয়ের ৯ দশমিক ৯ একর জমিতে পার্ক নির্মানের অভিযোগ এনে রেলওয়ের এষ্টেট অফিসের কানুনগো ইকবাল মাহমুদ এর মামলার প্রেক্ষিতে তাকে গ্রেফতার করা হয়েছে।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি