ঢাকা, মঙ্গলবার   ০৬ মে ২০২৫

নারীর বিরুদ্ধে বাজে শব্দ ব্যবহার: হেফাজতকে  লিগ্যাল নোটিশ এনসিপির ৩ নারী নেত্রীর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৩৬, ৫ মে ২০২৫ | আপডেট: ২১:৩৮, ৫ মে ২০২৫

Ekushey Television Ltd.

জনপরিসরে নারীর বিরুদ্ধে মাইকে বাজে শব্দ ব্যবহার করার কারণে হেফাজতে ইসলাম বাংলাদেশকে লিগ্যাল নোটিশ দিয়েছেন এনসিপির তিন নারী নেত্রী ও তিন নারী সাংস্কৃতিক ব্যক্তিত্ব।

সাহিত্যিক ও সাংস্কৃতিক ব্যক্তিদের মধ্যে রয়েছেন উম্মে রায়হানা, উম্মে ফারহানা ও ক্যামেলিয়া শারমিন চূড়া। আর এনসিপির তিন নারী নেত্রীরা হলেন সৈয়দা নীলিমা দোলা, দ্যুতি অরণ্য চৌধুরী এবং নীলা আফরোজ।

 গণমাধ্যমকে তারা জানান, নারীদের প্রতি নীপিড়নের সুযোগ নতুন বাংলাদেশে নেই। বিশেষ করে জুলাই অভ্যুত্থানের পর সেই সুযোগ একেবারেই থাকছে না। জুলাই অভ্যুত্থানে নারীর অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ, কাজেই নতুন বাংলাদেশ সবার হবে এই আশাবাদও তারা ব্যক্ত করেন।
 
সরকারের প্রস্তাবনায় যারা নারী সংস্কার কমিশন গঠন করতে গিয়েছেন এবং কাজ করেছেন তাদেরকে এই ধরনের অপমান বাংলাদেশের নারীদের জন্য ভয়ংকর বলেও মনে করেন লিগ্যাল নোটিশদানকারীরা।
 
তাদের মতে, নারীর স্বাধীনতা এবং জীবনমানের ওপর যে প্রস্তাবনা বানানো হয়েছে সেটি নিয়ে দ্বিমত পোষণের সুযোগ থাকছে, কিন্তু গালি দেয়ার সুযোগ নেই।
 
ইসলামি যে আইন আছে, সে অনুযায়ী হেফাজতের নেতারা তাদের পরিবারের নারীদের সম্পত্তি দিয়েছেন কিনা তা নিয়েও প্রশ্ন তুলেছেন লিগ্যাল নোটিশ দেয়া নারীরা। 

এমবি//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি