নিজ উদ্যোগে ভিসা আবেদন করার পরামর্শ জার্মান দূতাবাসের
প্রকাশিত : ১৮:৩২, ১৯ নভেম্বর ২০২৫
ভিসা জমা ও প্রক্রিয়াকরণে এজেন্ট ছাড়াই নিজ উদ্যোগে ভিসার জন্য আবেদন করার পরামর্শ দিয়েছে ঢাকার জার্মান দূতাবাস।
বুধবার (১৯ নভেম্বর) জার্মান দূতাবাস এক সতর্কবার্তায় ভিসা আবেদনকারীদের এ পরামর্শ দিয়েছে।দূতাবাস কোনো ভিসা সাপোর্ট এজেন্টের সঙ্গে যুক্ত নয় বলে ঐ সতর্কবার্তায় বলা হয়।
এছাড়াও দূতাবাস বলছে, এজেন্ট ব্যবহার করা বৈধ হলেও এটির প্রয়োজন নেই। নিজেই আবেদন করতে পারবে ভিসা প্রত্যাশীরা। সঠিক এবং আপ-টু-ডেট তথ্যের জন্য সর্বদা অফিসিয়াল ওয়েবসাইট অথবা অনুমোদিত পরিষেবা সরবরাহকারী ভিএফএস গ্লোবালের ওয়েবসাইট দেখতে বলা হয়েছে।
উচ্চ ফির বিনিময়ে ওয়ার্ক পারমিট বা ভিসা ডকুমেন্টের প্রতিশ্রুতি দেওয়া কাউকে বিশ্বাস না করার পরামর্শ দিয়েছে দূতাবাসটি। দূতাবাস আরও জানায়, জাল বা প্রতারণামূলক নথি জমা দেওয়ার ফলে ভিসা প্রত্যাখ্যান করা হবে এবং তথ্য রেকর্ড করা হবে।
এমআর//
আরও পড়ুন










