ঢাকা, শনিবার   ১২ জুলাই ২০২৫

নির্বাচনকে ঘিরে জমজমাট কুমিল্লার ছাপাখানা (ভিডিও)

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত : ১২:৫৮, ২৯ মে ২০২২ | আপডেট: ১৩:০৮, ২৯ মে ২০২২

Ekushey Television Ltd.

সিটি নির্বাচনকে ঘিরে জমজমাট কুমিল্লার ছাপাখানা। প্রার্থীদের কাছে প্রচার সরঞ্জাম পৌঁছে দিতে দিন-রাত চলছে কাজ।

নির্বাচনী প্রচারের অন্যতম অনুষঙ্গ পোস্টার, ব্যানার, ফেস্টুন, হ্যান্ডবিল। কুমিল্লা সিটি নির্বাচনকে সামনে রেখে সরগরম ছাপাখানাগুলো। দিন-রাত ব্যস্ত মুদ্রণ শ্রমিকরা।

প্রতীক বরাদ্দের পর ভোট পর্যন্ত সময় ২০ দিন। সময় কম থাকায় চাপ বেড়েছে ছাপাখানাগুলোর উপর।

ছাপাখানার ব্যবসায়ীরা জানান, “প্রার্থীরা আসছেন, পোস্টার অর্ডার দিচ্ছেন। আমরা পোস্টার, ব্যানার, ফেস্টুন তৈরি নিয়ে খুবই ব্যস্ত সময় পার করছি।”

শ্রমিকরা জানান, “একসঙ্গে সবগুলো প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে এ কারণে কাজের চাপ বেড়েছে। যেহেতু এখন বৃষ্টি হচ্ছে সেকারণে লেমেনিটিং করতে হচ্ছে।”

ব্যবসায়ীরা জানান, নির্বাচনের কাজের জন্য অপেক্ষায় থাকেন তারা। এবারও ভালো ব্যবসার প্রত্যাশা তাদের।

ছাপাখানার ব্যবসীরা জানান, “পাঁচ বছর ধরে এই দিনটার জন্য অপেক্ষায় থাকি। খুব উৎসবমুখর পরিবেশে এগুলো প্রিন্টিং করছি যাবতীয় মেশিনে।”

এবারের নির্বাচনে মেয়র পদে লড়ছেন ৫ জন। সাধারণ কাউন্সিলর পদে ১০৬ আর সংরক্ষিত কাউন্সিলর পদে লড়ছেন ৩৬ জন। কুমিল্লা সিটি করর্পোরেশনের মোট ভোটার ২ লাখ ২৭ হাজার ৭৯২ জন। 

আগামী ১৫ জুন ১০৫টি কেন্দ্রে ইভিএম পদ্ধতিতে ভোট অনুষ্ঠিত হবে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি