ঢাকা, মঙ্গলবার   ১৩ মে ২০২৫

নীলফামারীতে গরু খামারীরা ব্যস্ত (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:২৭, ১২ আগস্ট ২০১৮

Ekushey Television Ltd.

ঈদুল আযহা সামনে রেখে প্রায় ৫০ হাজার পশু কোরবানীর লক্ষ্যমাত্রা নিয়ে নীলফামারীতে খামারীরা ব্যস্ত প্রস্তুতকরণের কাজে। সংশ্লিষ্ট বিভাগের তদারকিতে, প্রাকৃতিক উপায়েই পশু মোটাতাজা করছেন তারা।

গেল ঈদে প্রায় ৪৮হাজার পশু কোরবানী হলেও এবার লক্ষ্যমাত্রা ৫০ হাজার ধরে পশু প্রস্তুত হচ্ছে জেলার ২৩ হাজার খামারে।

কোনো রকম হরমোন ও কেমিক্যাল ছাড়াই প্রাকৃতিক উপায়ে মোটাতাজা করা হচ্ছে এসব পশুকে। তবে বাজারদর কম হওয়ায় এবং ভারতীয় গরু আসলে ক্ষতিগ্রস্ত হওয়ার আশংকা করছেন খামারীরা।

প্রয়োজনীয় উদ্যোগ এবং মনিটরিংয়ের ফলে ওষুধ ব্যবহার করে পশু মোটাতাজাকরণ করা হয়নি বলে জানান প্রাণী সম্পদ বিভাগের কর্মকর্তারা।

জেলার মোট খামারের মধ্যে ১৭ হাজার ৫শ’ ৮৯টি গরু এবং ৬ হাজার ১১টি ছাগলের খামার রয়েছে।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি