ঢাকা, সোমবার   ১৯ মে ২০২৫

নুসরাতময় নেটদুনিয়া, কে কি বলছেন?

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:১৯, ১৯ মে ২০২৫

Ekushey Television Ltd.

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়াকে হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার করে কারাগারে পাঠানোর ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। রোববার (১৮ মে) থাইল্যান্ড যাওয়ার সময় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট থেকে তাকে গ্রেপ্তার করা হয় ।

সোমবার (১৯ মে) সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করা হলে বিচারক তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন ।

নুসরাত ফারিয়ার গ্রেপ্তার ও কারাবন্দি হওয়ার খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। অনেকেই এই ঘটনাকে 'বিব্রতকর' ও 'লজ্জাজনক' বলে মন্তব্য করেছেন। পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী বলেন, "নুসরাত ফারিয়ার গ্রেপ্তার বিব্রতকর একটা ঘটনা" ।

অভিনেত্রী আজমেরী হক বাঁধন ফেসবুকে লিখেছেন, "কি এক লজ্জা। ফ্যাসিস্ট সরকার যা করেছে, সেখানে এই মেয়েটির কিছুই করার ছিল না। আমি এমন পরিস্থিতি এবং সিস্টেম সম্পর্কে গভীরভাবে উদ্বিগ্ন। আমরা এমন একটি দেশে বাস করি, যেখানে ন্যায্য অধিকার শব্দটা সাধারণ নয়। কিন্তু সত্যিকার ভাবেই এটা অগ্রহণযোগ্য" ।

এছাড়া, অভিনেত্রী নুসরাত ফারিয়ার কারাগারে প্রেরণের পর তার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশের শোবিজ তারকারা তাদের অনুভূতি প্রকাশ করেছেন। নেটিজেনদের কমেন্ট আর রিঅ্যাক্টে সেইসব পোস্ট মুহুর্তেই ভাইরাল হয়েছে। 

প্রসঙ্গত, নুসরাত ফারিয়ার বিরুদ্ধে ভাটারা থানায় দায়ের করা একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল। মামলার অভিযোগে বলা হয়, জুলাই মাসে একটি আন্দোলনের সময় তিনি সহিংসতায় উসকানি দিয়েছেন। তবে তার আইনজীবী আদালতে দাবি করেন, ঘটনার সময় নুসরাত ফারিয়া বিদেশে ছিলেন এবং তার পাসপোর্ট ও ভিসার কাগজপত্র আদালতে জমা দেন। আদালত আগামী ২২ মে তার জামিন শুনানির দিন ধার্য করেছেন।

এসএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি