ঢাকা, শুক্রবার   ০৪ জুলাই ২০২৫

নুসরাত হত্যায় জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন

প্রকাশিত : ১৭:২০, ১৩ এপ্রিল ২০১৯

Ekushey Television Ltd.

রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) ফেনীর সোনাগাজি ইসলামিয়া মাদ্রাসার অধ্যক্ষ সিরাজদ্দৌলা কর্তৃক আলিম পরীক্ষার্থী নুসরাত জাহান রাফিকে যৌন হয়রানী ও অগ্নিসংযোগে হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতকরণের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

শনিবার (১৩ এপ্রিল) বেলা বারটায় বিশ্ববিদ্যালয়ের ১ম গেইট সংলগ্ন কলেজ গেইটে সাধারণ শিক্ষার্থীরা এ মানববন্ধন করেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নজরুল ইসলাম তুহিনের এর সঞ্চালনায় বিক্ষোভ মিছিল শেষে মানববন্ধনে শিক্ষার্থীরা বক্তব্য রাখেন।

এসময় মানববন্ধনে বক্তারা বলেন, ধর্ষণের ঘটনাগুলো সুষ্ঠু বিচার না হওয়ার কারণে এ ধরনের ঘটনার বার বার পূনরাবৃত্তি হচ্ছে। আজকে কোথাও নারী নিরাপদ নয়। নারীদের জন্য নিরাপদ বাংলাদেশ নিশ্চিত করতে হবে। আমরা দ্রুত অপরাধীদের বিচারের দাবি জানাচ্ছি।

উক্ত মানববন্ধনে মেডিসিন এবং পাবলিক হ্যালথ বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক কেবিএম সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।

কেআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি