ঢাকা, বৃহস্পতিবার   ১১ সেপ্টেম্বর ২০২৫

নেপালে আটকেপড়াদের ফেরাতে দু‌টি ফ্লাইট পরিচালনা করবে বিমান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:১৭, ১১ সেপ্টেম্বর ২০২৫

Ekushey Television Ltd.

নেপালে চলমান রাজনৈতিক অস্থিরতার কারণে সেখানে আটকে থাকা বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনতে আজ বৃহস্পতিবার দুটি ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।

নেপালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শফিকুর রহমান তার ব্যক্তিগত সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আজ বিকেল ৩টা ৫ মিনিট ও ৫টা ৪৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দুটি নিয়মিত ফ্লাইট কাঠমান্ডু থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসবে।

বিমান বাংলাদেশ এয়ারলাইনস জানিয়েছে, যেসব যাত্রীর ৯ ও ১০ সেপ্টেম্বর কাঠমান্ডু থেকে ঢাকা আসার কথা ছিল, তারা আজকের অতিরিক্ত ফ্লাইট বিজি৩৭৪-এর সুবিধা নিতে পারবেন।

বাংলাদেশ দূতাবাসের এক সূত্র জানিয়েছে, বর্তমানে নেপালে শিক্ষাসফরে থাকা ডিফেন্স কলেজের ৫১ সদস্যের প্রতিনিধিদলসহ প্রায় ৫০ জন বাংলাদেশি বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও এনজিওতে কর্মরত আছেন। এছাড়া আনুমানিক ৪০০ বাংলাদেশি পর্যটক নেপালে অবস্থান করছেন।

এদিকে, আজ বিকেলে বিশেষ ফ্লাইটে বাংলাদেশ জাতীয় ফুটবল দলও ঢাকায় ফিরছে।

এসএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি