ঢাকা, রবিবার   ০৩ আগস্ট ২০২৫

নৌ অধিদফতরের প্রধান প্রকৌশলী বরখাস্ত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:০২, ২ আগস্ট ২০১৭ | আপডেট: ১৬:০৩, ২ আগস্ট ২০১৭

Ekushey Television Ltd.

ঘুষ নেওয়ার অভিযোগে নৌপরিবহন অধিদফতরের প্রধান প্রকৌশলী এ কে এম ফখরুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

নৌপরিবহন মন্ত্রণালয়ের পক্ষ থেকে মঙ্গলবার এ বিষয়ে একটি অফিস আদেশ জারি করা হয়েছে। আজ বুধবার আদেশটি কার্যকর করা হয়।

নৌপরিবহন মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি নাম প্রকাশ না করে বলেন, ঘুষ নেয়ার ঘটনায় ফখরুল ইসলামের বিরুদ্ধে মামলা হয়েছে। এটা এখনো বিচারাধীন। তবে প্রাথমিকভাবে অভিযোগ প্রমাণিত পাওয়ায় তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

১৮ জুলাই দুপুরে পাঁচ লাখ টাকা ঘুষ নেওয়ার সময় নৌপরিবহন অধিদফতরের প্রধান প্রকৌশলী এ কে এম ফখরুল ইসলামকে আটক করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এর পর দুদকের করা মামলায় তাঁর দুদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

//এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি