ঢাকা, মঙ্গলবার   ০১ জুলাই ২০২৫

পঞ্চগড়ে বাসচাপায় নিহতের সংখ্যা বেড়ে ৭

পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৪২, ৮ নভেম্বর ২০১৯ | আপডেট: ১৫:৪৫, ৮ নভেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

পঞ্চগড়ের তেতুলিয়ার মাগুরমাড়িতে যাত্রীবাহী বাসচাপায় ব্যাটারিচালিত ইজিবাইকের সাতযাত্রী নিহত হয়েছেন। শুক্রবার দুপুর ১টার দিকে মাগুরমাড়ি চৌরাস্তা আমতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

তাৎক্ষণিক নিহতদের নামপরিচয় জানা যায়নি। জানা গেছে, ঘটনাস্থলে ৫ জনের মৃত্যু হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও ২ জনের মৃত্যু হয়।

এদিকে উদ্ধার কাজে অংশ নেওয়া হাইওয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও সাংবাদিকদের ওপর হামলা করেছে স্থানীয় বিক্ষুব্ধ লোকজন। এ সময় হামলায় তেঁতুলিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক (এসআই) রাজিবুল, কনস্টেবল রিপন, সফিউল ও স্থানীয় সাংবাদিকরা আহত হয়েছেন।

তেঁতুলিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক (এসআই) রাজিবুল এসব তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বিক্ষুব্ধ লোকজন ঘটনাস্থলে উপস্থিত হাইওয়ে পুলিশের ওপর হামলা করলে পুলিশ সদস্যরা স্থানীয় মাগুরমাড়ি বিওপি ক্যাপে গিয়ে আশ্রয় নেয়। শেষ খবর পাওয়া পর্যন্ত (দুপুর আড়াইটার দিকে) বিওপি ক্যাম্পের গেটের সামনের রাস্তায় স্থানীয়রা অবস্থান করে বিক্ষোভ করছে। 

ওই ক্যাম্পের কোম্পানি কমান্ডার চাইলা প্রু মার্মা জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ চলছে। দ্রুতই সবকিছু স্বাভাবিক হবে বলে আশা করছি।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি