ঢাকা, রবিবার   ২৩ নভেম্বর ২০২৫

পঞ্চগড়ে বেড়েছে শীতের তীব্রতা, তাপমাত্রা নামল ১২ ডিগ্রিতে

পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশিত : ০৯:৪৬, ২৩ নভেম্বর ২০২৫

Ekushey Television Ltd.

পঞ্চগড়ে ক্রমশ বাড়ছে শীতের তীব্রতা। দিনে ঝলমলে রোদ থাকলেও সন্ধ‍্যা নামতেই পাল্টে যাচ্ছে আবহাওয়ার দৃশ‍্যপট। 

আজ রোববার (২৩ নভেম্বর) সকাল ছয়টায় তেঁতুলিয়ায় ১২ দশমিক ৬ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এসময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৭। 

সন্ধ‍্যা নামতেই ঘন কুয়াশার আর হিমেল বাতাস অস্বস্তিতে ফেলছে স্থানীয়দের। হালকা কুয়াশার পর সকালে ঝলমলে রোদের দেখা মিললেও প্রচণ্ড আর্দ্রতা আর হিমেল বাতাস শরীরে বাড়তি শীতের অনুভূতি দিচ্ছে।

এদিকে ঠাণ্ডার কারণে জেলায় বেড়েছে শীতজনিত রোগে আক্রান্ত লোকজনের সংখ্যা। জেলা সদর হাসপাতালসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে বেড়েছে বাড়তি রোগীর চাপ। 

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের আবহাওয়াবিদ জিতেন্দ্রনাথ রায় বলেন, গত এক সপ্তাহ ধরে তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকলেও আজ রোববার তা আরও কমেছে। আগামী সপ্তাহে তাপমাত্রা আরও নিচে নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। 

ডিসেম্বরের শুরুতেই উত্তরাঞ্চলে শীত পুরোপুরি জেঁকে বসবে বলেও তিনি জানান।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি