ঢাকা, বুধবার   ০৬ আগস্ট ২০২৫

পথ শিশুদের ঈদ আনন্দ কী অন্য সবার মত?

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:১৭, ২৭ জুন ২০১৭ | আপডেট: ১৭:০১, ২৭ জুন ২০১৭

Ekushey Television Ltd.

ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। কিন্তু যাদের ঘর নেই, বাড়ি নেই, থাকার কোন জায়গা নেই; তাদের ঈদ আনন্দ কী অন্য সবারমত? না, ঈদ আসে, ঈদ যায়, কিন্তুু সেই ঈদ কখনই তাদের জন্য উৎসব হয়ে ওঠেনা।

গাইবান্ধার সুখি আক্তার। নাম তার সুখি হলেও সুখের ছিটা ফোটাও নেই তার জীবনে। তাইতো ঈদের পরের দিন কমলাপুর রেল স্টেশনের ফুট পথে বসে নিজের হাত-পায়ে মেহেদীর রং মাখানোর চেস্টা করেছেন। গেলো প্রায় এক বছর এখানেই থাকছেন সুখি, তার মা ও তার দুই ছোট ভাই।

রুবেল, সাদিয়া, জয়া, যাদের ঘর বাড়ি সোহরাওয়ার্দী উদ্যানে। সেখানে গিয়ে দেখা যায় তার মা সেমাই রান্না করছে, আর নি:শপাশ শুশিগুলো মনের আনন্দে উদ্যানেই খেলছে। রোদে শুকায়, আবার বৃস্টি হলে ভিজে। ঈদ আনন্দ কী তা তারা বলতেই পারেনা।

এরকম অসংখ্য শিশুর ঈদ পথেই কেটে গেছে, কোন আনন্দ তাদের স্পর্শ করতে পারেনি। ঈদের আনন্দ যে শিশুদেরই ঘিরে, সেটা শুধু স্বচ্ছল- বিত্তবানদের মাঝেই দেখা যায়। তবে অন্য সব শিশুর মত ছিন্নমূল পথ শিশুরাও ঈদের অনন্দ-উৎসব উপভোগ করবে, আর ফিরে পাবে স্বাভাবিক জীবন-এমন প্রত্যাশ সবার।

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি