‘নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে ইসি’
প্রকাশিত : ১৪:৪৬, ৬ আগস্ট ২০২৫ | আপডেট: ১৫:৫০, ৬ আগস্ট ২০২৫

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, প্রধান উপদেষ্টার ঘোষণার পর ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের প্রস্তুতি চলছে। তিনি বলেন, প্রধান উপদেষ্টা যে চিঠি দেবেন বলে জানিয়েছেন, আমরা শিগগিরই তা পাব বলে আশা করছি।
বুধবার (৬ আগস্ট) নির্বাচন কমিশনে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে সিইসি বলেন, সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচনের জন্য মিডিয়ার ভূমিকা অপরিসীম। এবারের নির্বাচন যেন সকলের কাছে গ্রহণযোগ্য হয়, সেদিকে বিশেষ নজর দেওয়া হবে।
তিনি আরও জানান, নির্বাচন সংশ্লিষ্ট সকল স্তরের স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনার জন্য কমিশন এক মাস সময় বরাদ্দ রেখেছে। এ ছাড়া, ব্যক্তি বিশেষের প্রভাব এড়াতে নির্বাচনী সীমানা নির্ধারণে কঠোর নিয়ম মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে।
সিইসি বলেন, ২২ সেপ্টেম্বরের মধ্যে নির্বাচনের কেনাকাটা শেষ করতে চাই আমরা। ১০ আগস্ট পর্যন্ত দাবি-আপত্তি গ্রহণ করা হবে, পরে শুনানির মাধ্যমে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
এসএস//
আরও পড়ুন