ঢাকা, বুধবার   ২৬ নভেম্বর ২০২৫

পদ্মায় নিখোঁজ শ্রমিক দল নেতার লাশ মিলল ফরিদপুরে

ফরিদপুর প্রতিনিধি

প্রকাশিত : ২৩:০৩, ২৫ নভেম্বর ২০২৫

Ekushey Television Ltd.

পদ্মা নদীতে ডুবে নিখোঁজ কুষ্টিয়ার শ্রমিক দল নেতা আবেদুর রহমান আন্নুর (৫৩) লাশ ফরিদপুরের ডিক্রির চর এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। 

সোমবার (২৪ নভেম্বর) রাতে উদ্ধার হওয়া ওই ব্যক্তির পরিচয় মিলে মঙ্গলবার (২৫ নভেম্বর) সকালে।

ফরিদপুর অঞ্চলের নৌপুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন জানান, উদ্ধার হওয়া ব্যক্তির নাম আবেদুর রহমান আন্নু।  সে কুষ্টিয়া সদর উপজেলার মজমপুর এলাকার মৃত আতিয়ার রহমানের পুত্র। 

তিনি জানান, ৯৯৯ নাম্বার থেকে খবর পেয়ে পদ্মা নদীর সদর উপজেলার কবিরপুর চরসংলগ্ন পদ্মা নদী থেকে ভাসমান লাশ উদ্ধার করা হয়। এ সময় সঙ্গে থাকা মোবাইল ফোনের সিমকার্ড দিয়ে পরিবারের নাম্বারে কল দেওয়া হলে মঙ্গলবার তারা ফরিদপুর এসে লাশ শনাক্ত করেন।

মৃতের পরিবারের সদস্যরা জানান, গত ১৬ নভেম্বর বেলা সাড়ে ১১টা থেকে তিনি কুষ্টিয়ার পদ্মা নদীতে ডিঙ্গি নৌকা থেকে পড়ে গিয়ে নিখোঁজ ছিলেন। কুষ্টিয়া সদর থানায় সাধারণ ডায়েরি করেছেন মৃতের স্ত্রী।

এমআর// 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি