ঢাকা, রবিবার   ০৪ মে ২০২৫

পররাষ্ট্র মন্ত্রণালয়ের ফেসবুক পেজ হ্যাকড

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৪৫, ৪ মে ২০২৫

Ekushey Television Ltd.

পররাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসিয়াল ফেসবুক পেজটি হ্যাক করা হয়েছে। পেজটি পুরোপুরি উদ্ধার না হওয়া পর্যন্ত এই পেজ থেকে পোস্ট বা শেয়ার করা কোনো বার্তা বিশ্বাস না করার জন্য সকলের প্রতি অনুরোধ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। 

শনিবার রাতে মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। 

একই সঙ্গে এই পেজ থেকে কোনো পোস্ট শেয়ার না করার আহ্বানও জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়ে, কিছু অনুপযুক্ত বিষয়বস্তু কিছু সময়ের জন্য যথাযথ অনুমোদন ছাড়াই এই পেজে শেয়ার করা হয়েছিল।

গুরুত্বের সঙ্গে বিষয়টিতে নজর দেওয়া হচ্ছে। মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ তথ্য নিয়মিত প্রচারের জন্য এই পেজটি সবচেয়ে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে।

পেজটি বর্তমানে রক্ষণাবেক্ষণ করা হচ্ছে। ভবিষ্যতে এই ধরনের অপ্রীতিকর ঘটনার পুনরাবৃত্তি রোধ করার জন্য বিষয়টি তদন্ত এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, মন্ত্রণালয়ের অফিসিয়াল তথ্য অন্যান্য ভেরিফায়েড প্ল্যাটফর্ম অফিসিয়াল ওয়েবসাইট ও প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে। 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি