ঢাকা, বুধবার   ৩০ এপ্রিল ২০২৫

পরীক্ষার রেজাল্ট খারাপ হওয়ার সংবাদে শিক্ষার্থীর আত্মহত্যা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:১৮, ৬ নভেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

পরীক্ষার রেজাল্ট খারাপ হওয়ার খবরে ঢাকার দোহারে শ্রাবন্তী আক্তার (১৭)নামের এক স্কুল শিক্ষার্থী আত্মহত্যা করেছে বলে খবর পাওয়া গেছে।

ঘরের সিলিং ফ্যানে ঝুলে তিনি আতহত্যা করেন বলে পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে।

শ্রাবন্তী আক্তার উপজেলার কার্তিকপুর উচ্চ বিদ্যালয়ের ব্যবসা শাখার শিক্ষার্থী ও উপজেলার পুষ্পখালী এলাকার হাশেম খানের মেয়ে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার শ্রাবন্তীর শিক্ষা প্রতিষ্ঠান উপজেলার কার্তিকপুর উচ্চ বিদ্যালয়ে এসএসসি টেষ্ট পরীক্ষার রেজাল্ট দেয়। সেই রেজাল্ট খারাপ হয়েছে এমন এক সংবাদ বান্ধবীর মুঠোফোনে জানতে পারে শ্রাবন্তী। সংবাদটি শুনে সন্ধ্যা আনুমানিক সাতটার দিকে নিজ ঘরের দরজা বন্ধ করে গলায় ওড়না পেচিয়ে সিলিং ফ্যানের সাথে ঝুলে আত্মহত্যার চেষ্টা করে শ্রাবন্তী। এসময় পরিবারের লোকজন টের পেয়ে দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে শ্রাবন্তীকে সিলিংফ্যান থেকে ঝুলন্ত অবস্থায় নামিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে কর্তব্যরত চিকিৎসক ইয়াহিয়া মাহমুদ তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে দোহার থানার ওসি (তদন্ত) ইয়াছিন মুন্সি বলেন, ঘটনার সংবাদ পেয়ে আমরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়েছিলাম। প্রাথমিকভাবে লাশের সুরতাহল শেষে মনে হচ্ছে এটা আত্মহত্যা।

 এসএ/ডব্লিউএন

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি