ঢাকা, বৃহস্পতিবার   ১২ ডিসেম্বর ২০২৪

পরীর নতুন প্রেম, ক্ষোভ ভক্তদের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:২৯, ১৯ নভেম্বর ২০২৪

চলতি সপ্তাহে চলন্ত গাড়ির জানলার কাঁচে কারও হাতের ওপর হাত রেখে নায়িকা পরীমণি একটি ভিডিও শেষ করেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। অনেকটা আলিঙ্গনরত মুহূর্তে যুগলরা যেভাবে একে অপরের হাত ধরে, ঠিক সেভাবেই। যদিও পাশে থাকা পুরুষটির চেহারা ওই ভিডিওতে প্রকাশ্যে আনেননি পরী। সেই ভিডিও শেয়ার করে নায়িকা লিখেছেন, ‘হ্যাঁ! আমি আবারও প্রেমে পড়েছি।’

পোস্টটি শেয়ার করার পর সামাজিক মাধ্যমে শুরু হয় শোরগোল। পরীকে রীতিমতো শুভকামনা জানাতে থাকেন তার অনুরাগীরা। জীবনের আরেকটি নতুন অধ্যায়ে পা দেওয়ায় অভিনন্দন বার্তায় ভরে ওঠে পরীর মন্তব্য ঘর।

একদিকে অনুরাগীরা বিষয়টিকে যেমন 'সিরিয়াস' হিসেবে নিয়েছেন, অন্যদিকে একে একে সংবাদের শিরোনাম হয়ে উঠছিলেন পরীমণি। পরীর প্রেমে পড়ার বিষয়টি কারও কারও কাছে একটা ধোঁয়াশায়ও পরিণত হয়। কারও কারও আবার আগ্রহ জন্মায় পরীর বিপরীতের সেই পুরুষটিকে এক ঝলক দেখার। 

কিন্তু বিষয়টি নিয়ে আলোচনা বাড়তেই হঠাৎ সেই ভিডিওটি আবার সামনে আনলেন পরীমণি। বোঝাতে চাইলেন, আদতে ভিডিওটি করা হয়েছিল ভক্তদের চমকে দেওয়ার উদ্দেশ্যে এবং মজার ছলে; তথা, পুরো বিষয়টি ছিল শুধুমাত্র একটি ‘প্র্যাঙ্ক’। পরে ভিডিওটির বাকি অংশটুকুতে তার সেই সঙ্গীকে দেখানো হয়। সেখানে তাদের হাসতে হাসতে ফেটে পড়তেও দেখা যায়। তাদের অট্টহাসির ধ্বনির মাত্রাই বুঝিয়ে দেয়, অনুরাগীদের বোকা বানিয়ে কতটা আনন্দিত তারা! 

ভিডিওর শেষের দিকে তাদের এও বলতে শোনা যায়, ‘গুজবে কান দেবেন না।’ আর সেই ভিডিওর ক্যাপশনে মজার ছলে প্রশ্ন রাখেন, ‘প্রাংক টা কি একটু বেশি হলে গেছিলো ?’

এরপরই তেলে বেগুনে জ্বলে ওঠে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যাবহারকারীরা। নানা ভাবে ব্যঙ্গ বিদ্রুপ করতে শুরু করেন তারা। তাদের অনেকে ওই পোস্টের কমেন্টে লিখেছেন, বাজে মন্তব্য। আবার কেউ এটা নিছক মজা হিসেবে নিয়েছেন। 

ফরহাদ হোসেন নামে একজন লিখেছেন, মজার জন্য ভালো জায়গা ফেসবুক। কারণ আমরা বেকুব। ইসমাঈল হোসেন নামে একজন লিখেছেন, পরীকে দিয়ে এইসবই সম্ভব, ভালো কিছু উনার দ্বারা সম্ভব না। 

আরেক ফেসবুকার সীমাহীন অনল লিখেছেন, পরী আপনার এই রসিকতার মাত্রাটা দিনদিন বৃদ্ধি পাচ্ছে, এবার থামুন, নইলে সামনে গর্তে পড়লে তখন আর কাউকে পাবেন না টেনে তোলার জন্য। 

এছাড়া আরও অনেক তীর্যক মন্তব্য করেছেন অনেকে। কিন্তু অনেকে আবার এই ‘প্রাঙ্ক ভিডিও’ নিয়ে মেতে উঠেছেন, হাসি ঠাট্টায়। তাদের মন্তব্যে পরীরও লাইক, রিঅ্যাক্ট পড়েছে। 

উল্লেখ্য, চলতি বছরের শুরুতেই পরীমণি জানিয়েছিলেন, তার পক্ষে নতুন সম্পর্কে জড়ানো সম্ভব না। জীবনে যা সহ্য করেছেন তারপর আর কারও সঙ্গে তিনি সম্পর্কে নিজেকে বাঁধবেন না।

বলা যায়, অভিনেতা শরিফুল রাজের সঙ্গে ডিভোর্সের পর যখন নতুন করে জীবনে বাঁচা শুরু করলেন পরী, তখন বারবার তিনি এ কথাই জানিয়েছিলেন যে ছেলে এবং মেয়ে তার দুটি ডানা। পরীর আর নতুন সম্পর্কের দরকার নেই।

এসএস//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি