ঢাকা, শুক্রবার   ০৪ জুলাই ২০২৫

পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করতে প্রস্তুত ভারতীয় সেনাবাহিনী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:২০, ২০ আগস্ট ২০১৯

Ekushey Television Ltd.

পাকিস্তানের উদ্দেশে কড়া হুমকি দিলেন ভারতীয় সেনাপ্রধান বিপিন রাওয়াত। বলেছেন, শত্রুর মাটিতে ঢুকে শত্রুকে শিক্ষা দেওয়ার জন্য তৈরি ভারতীয় সেনা।

ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজ জানিয়েছে, কেন্দ্রীয় সরকারকে সেনাপ্রধান জানিয়েছেন, পাকিস্তানের সঙ্গে যুদ্ধের জন্য তৈরি ভারতীয় সেনাবাহিনী। ভারতের মাটিতে পুলওয়ামার হামলার বদলা হিসেবে পাকিস্তানকে আরও শিক্ষা দিতে চায় ভারত।

বিপিন রাওয়াত বলেন, দরকারে বালাকোটের মতো পাকিস্তানের ভূখণ্ডে ফের জঙ্গিঘাঁটি ভাঙতে পাঠানো যেতে পারে যুদ্ধবিমান।

সূত্রের খবর, উরি হামলার পর থেকে ১১ হাজার কোটি টাকার অস্ত্র কেনার চুক্তি সেরে ফেলেছে ভারত। ইতিমধ্যে তার ৯৫ শতাংশ এসে গেছে বাহিনীর হাতে।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি