ঢাকা, রবিবার   ০৩ আগস্ট ২০২৫

পাচার হওয়া বাংলাদেশিদের ফেরাতে জন আব্রাহামের উদ্যোগ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৪৭, ৪ আগস্ট ২০১৭ | আপডেট: ২১:১৪, ৪ আগস্ট ২০১৭

Ekushey Television Ltd.

বাংলাদেশ থেকে যে সব শিশু ও নারীরা ভারতে পাচার হয়েছেন তাদেরকে নিজ দেশে ফেরাতে কাজ করবেন বলিউড তারকা জন আব্রাহাম

ভারতের বিভিন্ন যৌনপল্লীতে পাচার হওয়া বাংলাদেশি নারীরা চরম দুর্দশায় রয়েছেন, কিংবা এ দেশের অজস্র হোমে বাংলাদেশের যে নারী ও শিশুরা অসহায়ভাবে দিন কাটাচ্ছে, তাদের দেশে ফেরানোর চেষ্টায় জাতিসংঘের একটি সংস্থার সঙ্গে কাজ করবেন তিনি।

বাংলাদেশ থেকে যেসব নারী পাচার হয়ে ভারতে আসেন, তাদের একটা বড় অংশেরই ঠিকানা হয় মুম্বাই বা শহরতলি, কিংবা পুনে-হায়দ্রাবাদ-ব্যাঙ্গালোরের যৌণপল্লিতে। পাচার হওয়া এসব নারীর কাউকে উদ্ধার করা সম্ভব হলেও প্রশাসনিক জটিলতায় তাদের দেশে ফিরে যেতে বছরের পর বছর লেগে যায়।

দিল্লিতে ‘ইউনাইটেড নেশনস অফিস অন ড্রাগস অ্যান্ড ক্রাইম’ বা ইউএনওডিসি নামে জাতিসংঘের যে সংস্থাটি আছে, তারা সমস্যা দূর করার জন্যই কাজ করছে। আর তাদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন জন আব্রাহাম। তবে তিনি কোনও ‘ব্র্যান্ড অ্যাম্বাসেডর’ হয়ে নয় বরং তিনি তার প্রচেষ্টাটা চালাতে চান নীরবে।

ভারতের বহু ক্ষেত্রেই সরকারি ফাইলপত্র চালাচালিতে বছর ঘুরে যায়, কিন্তু তারকারা জড়িত থাকলে কাজ হয় অনেক দ্রুত। পাচার হওয়া নারী-শিশুদের ফেরানোর চেষ্টাতেও একজন বলিউড তারকা সরাসরি যুক্ত থাকলে অনেক দ্রুত কাজ হবে।

গণমাধ্যমকে জন আব্রাহাম বলেন, মানুষ আমাকে ভালবেসে যে সেলিব্রিটির মর্যাদা দিয়েছে, সেটা অন্তত এই একটা মহৎ  কাজে লাগুক।

 

//আর//এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি