
অগনিত পাঠকের ভালোবাসায় সিক্ত হয়ে পথ চলার আরও একটি বছর পার করলো নতুন ধারার দৈনিক সংবাদপত্র আমাদের সময়।
১১ বছর পার করে ১২তম প্রতিষ্ঠাবির্ষিকীতে রাজধানীর তেঁজগাও কার্যালয়ে ছিল বোর্নিল আয়োজন। দিনব্যাপী এ আয়োজনে নানা শ্রেনী পেশার মানুষ, শিল্পী, ও শুভানুধ্যায়ীরা ফুল দিয়ে তাদের শুভেচ্ছা জানিয়েছে প্রতিষ্ঠানটিকে। শুভেচ্ছা বিনিময়, মত বিনিময় ও সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল পুরো আয়োজনে, মিলন মেলায় পরিনত হয় পুরো কার্যালয়। এ সময় দৈনিকটির ভারপ্রাপ্ত সম্পাদক মোহাম্মদ গোলাম সারওয়ার আশা প্রকাশ করেন নতুন ধারায় আগামী দিনের পথ চলায় পাশে থাকবে দেশের অগনিত পাঠক।