ঢাকা, শনিবার   ০৩ মে ২০২৫

পিরোজপুরে ইউনিয়নের চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

প্রকাশিত : ১৬:২৯, ১৩ জুলাই ২০১৬ | আপডেট: ১৬:২৯, ১৩ জুলাই ২০১৬

Ekushey Television Ltd.

পিরোজপুরের মঠবাড়িয়ায় তুষখালী ইউনিয়নের চেয়ারম্যান শাহজাহান হাওলাদারের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ উঠেছে। নয়টি হিন্দু পরিবার অভিযোগ করেছে, তাদের জমি দখল করে মৎস্য প্রকল্প গড়ে তুলেছেন চেয়ারম্যান। পুলিশের কাছে গিয়েও প্রতিকার পাচ্ছেন না ভুক্তভোগীরা। মঠবাড়িয়ার তুষখালীতে নয়টি হিন্দু পরিবারের প্রায় ৬ একর জমি দখল করেছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান হাওলাদার। ধানি জমি খনন করে গড়ে তোলা হয়েছে মাছের খামার। ভুক্তভোগীরা অভিযোগ করেছেন, জমি দখলের প্রতিবাদ করায় হামলা- মামলার হুমকি দেয়া হচ্ছে। তবে, দখলের অভিযোগ অস্বীকার করেছেন চেয়ারম্যান। অভিযোগের ভিত্তিতে এরইমধ্যে পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ। দ্রুত জমি দখলমুক্ত করার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি