ঢাকা, সোমবার   ০৫ মে ২০২৫

ঢাকা ইউনিভার্সিটি অ্যাকাউন্টিং অ্যালামনাই

পুনর্মিলনী রেজিস্ট্রেশন চলছে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:১৯, ৩০ ডিসেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

ঢাকা ইউনিভার্সিটি অ্যাকাউন্টিং অ্যালামনাইর ১১তম পুনর্মিলনী আগামী ১২ জানুয়ারি অনুষ্ঠিত হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে সকালে জাতীয় সঙ্গীত ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানমালার উদ্বোধন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভূঁইয়া, এনডিসি।
স্যুভিনিয়রের মোড়ক উন্মোচন, স্মৃতিচারণ, চিত্রাঙ্কন, বৃত্তি প্রদান, জাদু প্রদর্শন, উপহার সামগ্রী বিতরণ, খেলাধুলা, ফটোসেশন, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজন থাকবে এবারের পুনর্মিলনীতে।
এতে অংশগ্রহণের জন্য বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদসহ মিরপুর, বনানী, মতিঝিল, কাকরাইল, গুলশান, ধানমণ্ডি ও উত্তরায় স্থাপিত বুথে রেজিস্ট্রেশন চলছে। রেজিস্ট্রেশনে আগ্রহীরা প্রয়োজনীয় তথ্যের জন্য রফিকুল ইসলাম হাওলাদার, আহমদ ইয়ুসুফ আব্বাস, তোফায়েল আহমেদ ও সাইফুদ্দিনের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন অ্যাসোসিয়েশনের সভাপতি স্বদেশ রঞ্জন সাহা।
এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি