ঢাকা, শুক্রবার   ০৪ জুলাই ২০২৫

‘পুলিশের ভাবমূর্তি অনন্য উচ্চতায় নিয়ে যেতে হবে’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৫১, ৩০ নভেম্বর ২০২৪

Ekushey Television Ltd.

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, পুলিশের প্রধানের  কাজ হচ্ছে মানুষকে সেবা দেওয়া। তিনি বলেন, সব কষ্ট ভুলে গিয়ে দেশের মানুষের জন্য কাজ করতে হবে। মানুষের জন্য ইতিবাচক কাজ করে পুলিশের ভাবমূর্তি অনন্য উচ্চতায় নিয়ে যেতে হবে।

শনিবার (৩০ নভেম্বর) মিরপুরে পাবলিক অর্ডার ম্যানেজমেন্টের (পিওএম) শহীদ এসআই শাহজাহান মিলনায়তনে আয়োজিত কল্যাণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, ‘আমাদের আবার ঘুরে দাঁড়াতে হবে। মানুষের সেবায় প্রতিটি কাজ পেশাদারত্বের সঙ্গে সম্পন্ন করতে হবে। প্রভাবমুক্ত থেকে পেশাদারিত্বের সঙ্গে কাজের মাধ্যমে জনগণের সেবায় আত্মনিয়োগ করতে হবে।’

সভায় সভাপতির বক্তব্যে অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) ফারুক আহমেদ বলেন, ‘পরিবর্তিত পরিস্থিতিতে পুলিশ যেভাবে ভেঙে পড়েছিল সেখান থেকে পুলিশের পুনর্গঠন এবং আপনাদের দায়দায়িত্ব পালন করা সত্যিই দুরূহ কাজ ছিল। সেই পরিস্থিতি আস্তে আস্তে কাটিয়ে উঠতে পেরেছি।’

কল্যাণ সভায় পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট বিভাগের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা তাদের সুনির্দিষ্ট কিছু বক্তব্য ডিএমপি কমিশনারের কাছে তুলে ধরেন। তিনি বিভিন্ন বিষয়ে দিক-নির্দেশনামূলক বক্তব্য দেন।

এসএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি