ঢাকা, সোমবার   ২১ জুলাই ২০২৫

প্রণবের শারীরিক অবস্থা স্থিতিশীল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:২৩, ১৭ আগস্ট ২০২০

ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জী- ফাইল ছবি

ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জী- ফাইল ছবি

Ekushey Television Ltd.

ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জীর শারীরিক অবস্থা অপরিবর্তিত। রোববার দিল্লির সেনা হাসপাতাল জানায়, তার স্বাস্থ্যের গুরুত্বপূর্ণ মাপকাঠি স্থিতিশীল। তিনি এখনও ভেন্টিলেশনেই রয়েছেন। মস্তিষ্কে রক্ত জমাট বাঁধার সমস্যার পাশাপাশি কোভিডেও আক্রান্ত হন প্রণব। খবর আনন্দবাজার পত্রিকা’র। 

একাধিক পুরনো অসুস্থতা থাকায় তার স্বাস্থ্যের দিকে কড়া নজর রেখেছেন বিশেষজ্ঞেরা। টুইটারে প্রণবের ছেলে অভিজিৎ মুখার্জী জানান, গত কয়েক দিনের তুলনায় এখন অনেক ভাল ও স্থিতিশীল রয়েছেন প্রণব মুখার্জী। তার শরীরের সমস্ত মাপকাঠি স্থিতিশীল, চিকিৎসাতেও সাড়া দিচ্ছেন। তাদের দৃঢ় বিশ্বাস, খুব শীঘ্রই বাড়ি ফিরবেন সাবেক এ রাষ্ট্রপতি।

উল্লেখ্য, গত ৯ অগস্ট বাড়ির বাথরুমে পড়ে গিয়ে মাথায় আঘাত পান প্রণব মুখার্জী। পর দিন সকালে স্নায়ুঘটিত সমস্যা দেখা দেয়। মস্তিষ্কে রক্ত জমাট বেঁধেছিল তার। তার পরেই হাসপাতালে ভর্তি করানো হয় তাকে। সেখানে কোভিড সংক্রমণও ধরা পড়ে তার। সেই অবস্থাতেই মাথায় অস্ত্রোপচারের হয় এবং ভেন্টিলেটরে রাখা হয় তাকে। সেই থেকে এখনও ভেন্টিলেটরেই রয়েছেন তিনি।​

এমএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি