ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

প্রথম প্রান্তিকে ২৯ কোটি ডলারের কৃষিপণ্য রপ্তানি (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৩২, ৭ নভেম্বর ২০১৮ | আপডেট: ১১:৩৪, ৭ নভেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

চলতি অর্থবছরের প্রথম তিন মাসে ২৯ কোটি ডলারের কৃষিপণ্য রপ্তানি হয়েছে। যা গত অর্থবছরের একই সময়ের চেয়ে প্রায় ৯৭ শতাংশ বেশি। কৃষিপণ্যের মধ্যে শুকনো খাবার, তামাক, সবজি ও মসলার রপ্তানি বেড়েছে। বিশ্লেষকরা বলছেন, কৃষিজ পণ্যের ব্যাপক সম্প্রসারণে মান নিয়ন্ত্রণের ওপর জোর দিতে হবে। আর কৃষি পণ্যের রপ্তানি বাড়াতে প্রণোদনা দেয়া হচ্ছে বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড- এনবিআর। রপ্তানি নিয়ে শাহরিয়ার ইমনের তিন পর্বের ধারাবাহিকের তৃতীয় ও শেষ পর্ব আজ।

২০১৮-১৯ অর্থবছরের প্রথম তিন মাসে ২৯ কোটি ডলারের কৃষিপণ্য রপ্তানি হয়েছে, যা গতবারের একই সময়ের চেয়ে প্রায় ৯৭ শতাংশ বেশি। কৃষিপণ্যের মধ্যে ৫ কোটি ডলারের শুকনো খাবার, ২ কোটি ৯৮ লাখ ডলারের তামাক, ২ কোটি ১২ লাখ ডলারের সবজি ও ১ কোটি ডলারের মসলা রপ্তানি হয়েছে। কৃষিজাত পণ্যের ব্যাপক রপ্তানি সম্ভাবনা রয়েছে বলে জানালেন গবেষকরা।

দেশে বড় আকারে কৃষি ব্যবসা সম্প্রসারণ করতে চাইলে মান সম্মত উৎপাদন ব্যবস্থা গড়ে তোলার পাশাপাশি পুঁজি-প্রযুক্তির ব্যবহার বাড়ানোর কথা বলছেন কৃষি অর্থনীতিবিদরা।

এদিকে, কৃষিখাতের রপ্তানি বাড়াতে সহায়তা দেয়া হচ্ছে বলে জানালেন জাতীয় রাজস্ব বোর্ডের এই সদস্য।

কৃষি পণ্যের রপ্তানি বাড়াতে নানান প্রতিবন্ধকতা দূর করতে কাজ চলছে বলেও জানিয়েছেন সংশ্লিষ্টরা।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি