ঢাকা, বৃহস্পতিবার   ১৭ জুলাই ২০২৫

প্রধানমন্ত্রীর চীন সফরে রোহিঙ্গা ইস্যুতেই মূল আলোচনা (ভিডিও)

প্রকাশিত : ১১:৪৭, ২৮ জুন ২০১৯

Ekushey Television Ltd.

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনার চীন সফরে রোহিঙ্গা ইস্যুতেই মূল আলোচনা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। একুশে টেলিভিশনের সাথে সাক্ষাৎকারে তিনি বলেন, রোহিঙ্গা সংকট সমাধানে চীন আন্তরিক। তাঁর বিশ্বাস, সফল কূটনীতিতেই সমস্যার সমাধান হবে। 

২০১৭ সালের ২৫ শে আগস্ট মিয়ানমারের রাখাইনে শুরু হয় রোহিঙ্গা নিধনযজ্ঞ। হত্যা, ধর্ষণ, নিপীড়নের মুখে প্রায় ১১ লাখ রোহিঙ্গা ক´বাজার সীমান্ত পেরিয়ে বাংলাদেশে অবস্থান নেয়।

মানবতার হাত বাড়ায় বাংলাদেশ। রোহিঙ্গাদের আশ্রয় দেয়ার পর তাদের নিরাপদ প্রত্যাবাসনে কূটনৈতিক প্রচেষ্টা চালায় বাংলাদেশ। জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের একের পর এক বৈঠক হলেও প্রত্যাবাসন প্রক্রিয়ায় অগ্রগতি হয়নি একদমই। মিয়ানমারের সদিচ্ছা নিয়েই এখন সন্দেহ বাংলাদেশের।

এ অবস্থায় পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন জানালেন, প্রধানমন্ত্রীর চীন সফরেই এ বিষয়টিই গুরুত্ব পাবে।

চীনের মতো বন্ধু রাষ্ট্রগুলো মিয়ানমারকে চাপ দিলে রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে তারা বাধ্য হবে বলে মনে করেন মন্ত্রী।

পররাষ্ট্রমন্ত্রী জানান, রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে বাংলাদেশ বসে নেই। কূটনৈতিক প্রক্রিয়ায় সমস্যার সমাধান হবে বলেই আশার আলো দেখছেন মন্ত্রী।

আরআইবি//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি