ঢাকা, রবিবার   ২৭ জুলাই ২০২৫

ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়

প্রধান উপদেষ্টার সঙ্গে ক্রিকেটারদের সাক্ষাৎ বৃহস্পতিবার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৫২, ১১ সেপ্টেম্বর ২০২৪

Ekushey Television Ltd.

বিদেশের মাটিতে অস্টম টেস্ট আর নবম সিরিজ জয় করে ইতিহাস গড়েছেন টাইগাররা। ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের পর বাংলাদেশ অধিনায়ককে ফোন দিয়ে অভিনন্দনও জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস। তখনই জানানো হয় দেশে ফিরলে বাংলাদেশ দলের ক্রিকেটারদের সংবর্ধনা দেবেন তিনি।

তবে জানা যাচ্ছিল না এই সংবর্ধনার সঠিক সময়। অবশেষে চূড়ান্ত হয়েছে বাংলাদেশ ক্রিকেট দলের সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎকারের সময়টি। বিসিবির একাধিক সূত্র নিশ্চিত করেছে, বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে তার কার্যালয়ে ক্রিকেটারদের সেই সাক্ষাৎটি হতে যাচ্ছে। এ সময় বাংলাদেশ দলের সঙ্গে প্রধান উপদেষ্টার কার্যালয়ে যাবেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ, থাকতে পারেন আরও দুই-একজন কর্মকর্তাও।

গত ৩ সেপ্টেম্বর রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টেস্টে পাকিস্তানকে হারিয়ে সিরিজ জয়ের পর টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে ফোন করে প্রধান উপদেষ্টা বলেন, আমার ও সরকারের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। পুরো জাতি তোমাদের নিয়ে গর্বিত। প্রকাশিত এক ছবিতে দেখা যায় নাজমুল রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামের মাঠে দাঁড়িয়েই ফোনে কথা বলেছেন প্রধান উপদেষ্টার সঙ্গে।

রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত দুই টেস্টের সিরিজের প্রথমটি বাংলাদেশ জিতে ১০ উইকেটে, দ্বিতীয় টেস্টে জয় তুলে নেয় ৬ উইকেটে। পাকিস্তানের বিপক্ষে এটাই বাংলাদেশের প্রথম টেস্ট সিরিজ জয়, প্রথম সিরিজ জয় পাকিস্তানের মাটিতে যে কোনো সংস্করণের ক্রিকেটেই।

আগামী ১৫ সেপ্টেম্বর দুই টেস্ট ও তিন টি-টোয়েন্টির সিরিজ খেলতে ভারতে যাবে বাংলাদেশ।

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি